news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া?

Next.js logo

প্রকাশিত:

৫ ঘন্টা আগে

নিউজটি শেয়ার করুন:

মুস্তাকিম অনিক: নোবেল শান্তি পুরস্কারের তালিকায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম থাকলেও চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া কোরিনা মাচাদো। এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছিল কিন্তু বাজিমাত করলেন মারিয়া।

Thumbnail for ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া?
ইনকিলাব

অপরদিকে সাতটি যুদ্ধ থামিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট নিজেও এই পুরস্কারের দাবিদার ছিলেন।  পুরস্কার প্রধানের শেষ মুহূর্তে এসে ইসরায়েল-গাজা যুদ্ধবিরতিতে ব্যাপক অবধান রাখলেও  তার এই বিশ্ব মানবতার ত্যাগের মূল্যায়ন করেনি নোবেল কমিটি- এমনটাই দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

তবে নোবেল কমিটি ভুল করলেও মারিয়া কোরিনা মাচাদো তার এই নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন ডোনাল্ড ট্রাম্পকে।  পুরস্কার ঘোষণার পরপরই মারিয়া বলেন- আমাদের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে এই স্বীকৃতি ভেনেজুয়েলার মানুষের সংগ্রামে এক নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে, ‘স্বাধীনতা এবং গণতন্ত্র অর্জনের জন্য আমাদের প্রধান মিত্র হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প, আমেরিকার জনগণ, দক্ষিণ আমেরিকার (ল্যাটিন আমেরিকা) জনগণ এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলির উপর আমরা নির্ভর করি।’’

তিনি এই পুরস্কার তার দেশের অভাবগ্রস্ত জনগণকেও উৎসর্গ করছেন। মারিয়া আরও বলেন, আমাদের লক্ষ্যের প্রতি দৃঢ় সমর্থনের জন্য ট্রাম্পকেও উৎসর্গ করছি।

এদিকে ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠা করেও কেন নোবেল পেলেন না এই নিয়েও আলোচনা-সমালোচনার শেষ নেই।  কমিটির চেয়ারম্যান জর্জেন ওয়াটনে ফ্রাইডনেস জানান, ভেনেজুয়েলার বিরোধীদলগুলিকে একত্রিত করে অবাধ নির্বাচন এবং প্রতিনিধিত্বমূলক সরকারের দাবি তোলার জন্যই মারিয়া কে সম্মান জানাতে এ বছর তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া?