প্রকাশিত:
৫ ঘন্টা আগে
অপরদিকে সাতটি যুদ্ধ থামিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট নিজেও এই পুরস্কারের দাবিদার ছিলেন। পুরস্কার প্রধানের শেষ মুহূর্তে এসে ইসরায়েল-গাজা যুদ্ধবিরতিতে ব্যাপক অবধান রাখলেও তার এই বিশ্ব মানবতার ত্যাগের মূল্যায়ন করেনি নোবেল কমিটি- এমনটাই দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
তবে নোবেল কমিটি ভুল করলেও মারিয়া কোরিনা মাচাদো তার এই নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন ডোনাল্ড ট্রাম্পকে। পুরস্কার ঘোষণার পরপরই মারিয়া বলেন- আমাদের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে এই স্বীকৃতি ভেনেজুয়েলার মানুষের সংগ্রামে এক নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে, ‘স্বাধীনতা এবং গণতন্ত্র অর্জনের জন্য আমাদের প্রধান মিত্র হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প, আমেরিকার জনগণ, দক্ষিণ আমেরিকার (ল্যাটিন আমেরিকা) জনগণ এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলির উপর আমরা নির্ভর করি।’’
তিনি এই পুরস্কার তার দেশের অভাবগ্রস্ত জনগণকেও উৎসর্গ করছেন। মারিয়া আরও বলেন, আমাদের লক্ষ্যের প্রতি দৃঢ় সমর্থনের জন্য ট্রাম্পকেও উৎসর্গ করছি।
এদিকে ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠা করেও কেন নোবেল পেলেন না এই নিয়েও আলোচনা-সমালোচনার শেষ নেই। কমিটির চেয়ারম্যান জর্জেন ওয়াটনে ফ্রাইডনেস জানান, ভেনেজুয়েলার বিরোধীদলগুলিকে একত্রিত করে অবাধ নির্বাচন এবং প্রতিনিধিত্বমূলক সরকারের দাবি তোলার জন্যই মারিয়া কে সম্মান জানাতে এ বছর তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে।